বগুড়ায় বিএনপি কার্যালয়ে হাতাহাতি
বগুড়ায় বিএনপি কার্যালয়ে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের দুই নেতার কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে এ হাতাহাতির ঘটনা ঘটে।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের এক বছর পূর্তিতে বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলমের আগে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়। এ নিয়ে জাহাঙ্গীর আলম তার দেয়া বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতার সমালোচনা করেন। এর জের ধরে সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ে দুই নেতার কর্মীদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাফতুন আহমেদ খান রুবেল বার্তা২৪.কমকে বলেন, ‘সমাবেশ শেষে আমি চলে যাওয়ার পর দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে বলে শুনেছি।’
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁঞা বার্তা২৪.কমকে জানান, হাতাহাতির ঘটনার সময় অফিসের বাইরে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু ঘটনার সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়নি।