কসবায় ঐতিহ্যবাহী পিঠা মেলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কসবায় ঐতিহ্যবাহী পিঠা মেলা। ছবি: বার্তা২৪.কম

কসবায় ঐতিহ্যবাহী পিঠা মেলা। ছবি: বার্তা২৪.কম

গ্রাম বাংলার চিরায়ত নিয়ম অনুযায়ী পুরানো দিনের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য প্রতি বছরের মতো এবারো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলহাজ্ব শাহ আলম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে এ পিঠা মেলার আয়োজন করা হয়। পিঠা মেলা উদ্বোধন করেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন।

বিজ্ঞাপন

আলহাজ্ব শাহ আলম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আকরাম খানের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন- কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান আজাদ বাদল, এমজি হাক্কানী, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, এস এম মান্নান জাহাঙ্গীর, আমজাদ হোসেন হিরণ, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।

মেলায় ৩০টি পিঠা স্টল অংশগ্রহণ করে। পিঠা মেলায় অংশগ্রহণকারী ৩টি স্টলকে পুরস্কার দেয়া হয়েছে। মেলায় দর্শকদের প্রচুর ভিড় দেখা গেছে।

বিজ্ঞাপন