নিরাপদ খাদ্য এখন বড় চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী
দেশে নিরাপদ খাদ্য এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার। সাধারণ মানুষের কাছে নিরাপদ খাবার পৌঁছে দিতে কাজ করছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষিকে করা হচ্ছে আধুনিকায়ন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিবিদ দিবস পালন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ড. আব্দুর রাজ্জাক বলেন, কৃষির উন্নয়নে প্রয়োজন দেশের রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ। সেইসঙ্গে প্রয়োজন মেধাবী কৃষিবিদদের বিভিন্ন গবেষণায় এগিয়ে আসা।
এর আগে, বেলা ১১ টায় কৃষিবিদ দিবস পালন উপলক্ষে বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন কৃষিমন্ত্রী।
আলোচনা সভায় বাকৃবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আলী আকবর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষিবিদরা অংশ নেন।