বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল ৮০০ শিক্ষার্থী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

চাঁদপুরের হাজীগঞ্জে বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে আট শতাধিক শিক্ষার্থী। একইসঙ্গে, বাল্যবিয়ে না করতে প্রত্যয়ও করেছে তারা।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর এই শিক্ষার্থীরা বাল্যবিয়ে বিরোধী এই কর্মসূচি পালন করে। এ সময় তারা, ‘‘বাল্যবিয়েকে না বলুন, নারী ও শিশুর প্রতি সহিংসতাকে না বলুন’’, এই বাক্যে শপথ গ্রহণ করে।

বিজ্ঞাপন

ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, এমন সচেতনতা বিষয়ক কর্মসূচি পালন করে আমি খুশি হয়েছি। আমি নিজে বাল্যবিয়ে বসবো না, অন্যের বাল্যবিয়ে হতে দেব না।

বেসরকারি সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তফিজুল ইসলাম, জেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপক কালাচাঁদ দাস ও ওই বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন।