বাকবিতণ্ডার জেরে দুই গ্রামের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া শহরে ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় পণ্য কেনা-বেচাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভাটপাড়া এলাকায় হাই মাওলানার ওরশে এই সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ওরশের মেলায় পণ্য কেনা-বেচাকে কেন্দ্র করে নাটাই এবং ভাটপাড়ার দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রামের কয়েক শ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মেলার কয়েকটি দোকান ও পার্শ্ববর্তী বাড়িঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ চলাকালে তিন জনকে আটক করা হয়েছে।