বাউফলে অবৈধ দু’টি ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন
পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধ দুইটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট তৈরির সরঞ্জাম ধ্বংস করে ভাটাগুলো বন্ধ করে দেয় প্রশাসন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহেসউদ্দিনে মেসার্স এসএম ব্রিকস ও আদাবাড়িয়ায় মেসার্স বন্ধু ব্রিকস নামের অবৈধ দু’টি ইটভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে অভিযান চালান।
ইউএনও জানান, অবৈধ দু’টি ইটভাটায় বহুদিন ধরেই ইট তৈরি করা হচ্ছিল। কয়েকদিন আগে ভাটা দু’টিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তারপরও তারা আবার নতুন চিমনি বসিয়ে ইট পোড়ানো শুরু করে। এর প্রেক্ষিতে শুক্রবার ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটা ধ্বংস করে দেওয়া হয়।
অভিযান চলাকালে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদফতরের চেয়ারম্যান আবদুল হালিম, বাউফল থানা আফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, বাউফল ফায়ার সার্ভিস অফিসার জিয়াউল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।