মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে এক মুক্তিযোদ্ধার সন্তান তার মা ও বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। খবর পেয়ে ওই মাদকাসক্তকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।

বিজ্ঞাপন

কাশিমনগর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে নাছির উদ্দিন (৩৭) প্রায়ই নেশার টাকার জন্য মা-বাবাকে মারধর করে। এক পর্যায়ে অবাধ্য ছেলের অত্যাচারে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন তারা।

শনিবার নাছির তার মা-বাবাকে আবারও মারধর করলে মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিচার করা হয়।

বিজ্ঞাপন