ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় হাকিম মিয়া (২০) নামে একজন মারা গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাকিম উপজেলার হরষপুর গ্রামের মো. আশু মিয়ার ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাকারিয়া হায়দার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে পড়ে ছিল। নষ্ট ট্রাকটি উদ্ধার করতে আরেকটি ট্রাক দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি ট্রাকের মাঝামাঝি ঢুকে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি ট্রাকসহ সিএনজিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক হাকিম মারা যান।
স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানার কাছে হস্থান্তর করেন।