ইজতেমায় মোনাজাতের পর মারা যাওয়া মুসল্লির জানাজা সম্পন্ন
তাবলিগ জামাত আয়োজিত ৫৪ তম বিশ্ব ইজতামায় আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার বালা-মুসিবত থেকে হেফাজতের জন্য দুই হাত তুলে আল্লাহ- রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা শেষেই ইজতেমার মাঠে মৃত্যুর কোলে ঢোলে পড়া মুসল্লি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সাবেক ইমাম ক্বারী মো: আউয়াল ভূঁইয়ার ( ৯৫) জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে দশটায় মরহুমের নিজ বাসস্থান সদর ইউনিয়নের ঢোলজানি গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঢোলজানি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ মো: আকবর ভূঁইয়া। জানাজায় স্থানীয় ওলামে কেরাময়, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ স্থানীয়রা শরীক হন।
জানাজায় শরীক হতে আসা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নায়েব আলী বার্তা ২৪. কমকে জানান, ইজতেমার মাঠে মারা যাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। আমরা দেখেছি আউয়াল হুজুর সারা রাত জেগে ইবাদত করেন। তার আগে আমরা কখনো তাকে সালাম দিতে পারিনি। এতো বয়স হলেও তিনি প্রায় ৪-৫ কিলোমিটার রাস্তা বাইসাইকেল চালিয়ে বালিয়াকান্দি হাসপাতালে দীর্ঘ প্রায় ২৫ বছর ইমামতি করেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তার সাথীরা তাকে ইজতেমায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।