সীমান্তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিজিবির অভিযানে ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ী / ছবি: বার্তা২৪

বিজিবির অভিযানে ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ী / ছবি: বার্তা২৪

কুমিল্লা সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমান হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার নোয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। ইমান কুমিল্লা মহানগরীর কাটাবিল এলাকার মৃত আলমাস হোসেন ছেলে।

আব্দুল্লাহ আল ফারুকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা নোয়াপাড়ায় বিজিবির বৌয়ারা বাজার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অটোবাইকসহ ইমান হোসেনকে আটক করে। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃত ইমনকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।