চুয়াডাঙ্গায় সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিলসহ গাঁজা উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত ফেনসিডিল, ছবি: বার্তা২৪

সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত ফেনসিডিল, ছবি: বার্তা২৪

চুয়াডাঙ্গা দামুড়হুদার পৃথক পৃথক দুই সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে ও সন্ধ্যায় এসব মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিওপির আইসিপির টহল কমান্ডার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী জয়নগর গ্রামের বিএসপি নামক স্থান থেকে ৩৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/18/1550431497378.jpg

বিজ্ঞাপন

অপর দিকে, সন্ধ্যায় দামুড়হুদার বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ছোটবলদিয়া গ্রামের নজরুল ইসলামের সেগুন বাগান থেকে ২ কেজি ভারতীয় গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি।