কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু
হঠাৎ ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোররাত ৪টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ভোররাত ৪টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় ৭টি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, হঠাৎ করেই ভোররাত থেকে কুয়াশা পড়ায় ফেরি চলাচল ব্যাহত হয়। তবে সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।