পটুয়াখালীতে বিলুপ্ত প্রজাতির ৬৭টি কাছিম উদ্ধার
পটুয়াখালীতে বিলুপ্ত প্রজাতির ৬৭টি কাছিম উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৭টায় শহরের মাছ পট্রি এলাকায় র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই কাছিমগুলো উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ পট্টি এলাকার জোনাকি মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময় বিলুপ্ত প্রজাতির ৬৭ পিচ কাছিম উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ৫৫ কেজি।
বিলুপ্ত কাছিম সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জোনাকি মৎস্য আড়তের মালিক মো রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উদ্ধার হওয়া কাছিমগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে লাউকাঠী নদীতে অবমুক্ত করা হয়।