পটুয়াখালীতে বিলুপ্ত প্রজাতির ৬৭টি কাছিম উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া বিভিন্ন প্রজাতির কাছিম, ছবি: বার্তা২৪

উদ্ধার হওয়া বিভিন্ন প্রজাতির কাছিম, ছবি: বার্তা২৪

পটুয়াখালীতে বিলুপ্ত প্রজাতির ৬৭টি কাছিম উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৭টায় শহরের মাছ পট্রি এলাকায় র‍্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই কাছিমগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ পট্টি এলাকার জোনাকি মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময় বিলুপ্ত প্রজাতির ৬৭ পিচ কাছিম উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ৫৫ কেজি।

বিলুপ্ত কাছিম সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জোনাকি মৎস্য আড়তের মালিক মো রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া কাছিমগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে লাউকাঠী নদীতে অবমুক্ত করা হয়।