কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬
কুমিল্লার লাকসামে পুলিশের বিশেষ অভিযানে মাদক চোরাকাবারী, মাদক সেবনকারী, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেন (২৮), মোহনপুর খোনার বাড়ির সায়েদ আলীর ছেলে মাদক সেবনকারী হেলাল উদ্দিন (২০), বেগমগঞ্জ পৌরসভার নাজিরপুর গোপালবাড়ির সফিউল্ল্যার ছেলে মাদক চোরাকারবারী মোঃ মজিব (১৯)। একই এলাকার সখিপুরের মোস্তফা মিয়ার ছেলে পারভেজ (১৯), সিরাজগঞ্জের নাগরপুর চরছলিমামাদ গণিবাড়ির আবদুল লতিফের ছেলে শাহিন (১৯) ও লাকসাম জংশন কাঁঠালবাগান কাজী বাড়ির মৃত মনছুর মিয়ার ছেলে চোরচক্রের সদস্য শিপন ওরফে শিপু (২৮)।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বার্তা২৪.কম-কে তথ্যটি নিশ্চিত করে বলেন, 'আগামীকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।'