বিপুল পরিমাণ চিংড়ির রেনু উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিপুল পরিমাণ চিংড়ির রেনু উদ্ধার। ছবি: বার্তা২৪.কম

বিপুল পরিমাণ চিংড়ির রেনু উদ্ধার। ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীর পায়রা ও লোহালিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ট্রলার থেকে ৩১টি ড্রামে মোট ৪ লাখ ৬৫ হাজার পিস বাগদা রেনু এবং তিনটি বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৯ জন শ্রমিককে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল হক গ্রেফতারকৃত শ্রমিকদের ৫শ টাকা করে অর্থদণ্ড দেন। এ সময় উদ্ধার হওয়া রেনু পোনা পায়রা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া উদ্ধার হওয়া জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া রেনুপোনার আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার ৫০০ টাকা। এছাড়া জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

অভিযান পরিচালনার সময় মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার নুরুল আলম উপস্থিত ছিলেন।

বাগদা রেনুগুলো ভোলা জেলার বোরহান উদ্দিন ও লালমোহন উপজেলা থেকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন