মাদরাসা পরিদর্শনে সৌদি শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাদরাসা পরিদর্শন করেছেন সৌদি আরবের মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক পরিচালক / ছবি: বার্তা২৪

মাদরাসা পরিদর্শন করেছেন সৌদি আরবের মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক পরিচালক / ছবি: বার্তা২৪

লক্ষ্মীপুরের কমলনগরে মাদরাসা পরিদর্শন করেছেন সৌদি আরবের মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক ফজিলাতুশ শাইখ আবু আবদুল আজিজ ইউসুফ আননুজাইদী হাফিজাহুল্লাহ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়ার আফিয়া-বারী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- ঢাকার শায়খুল হাদিস জামিয়া উসমানিয়া মুফতি আবদুল মতিন, মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদ, নুরুল করিম ও মাদ্রাসা সুপার নুরুল ইসলাম।

বিজ্ঞাপন

আলোচনা সভায় ফজিলাতুশ শাইখ আবু আবদুল আজিজ মসিজদ ও মাদরাসা ভবন নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি মাদরাসার প্রত্যেকটি কক্ষ ও সম্পত্তি ঘুরে দেখেন। এ সময় খুব শিগগিরই এখানে মসজিদ-মাদরাসার উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন তিনি।