শিশু-কিশোরদের দখলে শহীদ মিনার

  • সোহেল মিয়া, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিশু-কিশোরদের দখলে শহীদ মিনার

শিশু-কিশোরদের দখলে শহীদ মিনার

 

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে চলছে নানা আয়োজন। শহীদ মিনারগুলোতে ভোর থেকেই নেমেছে জনতার ঢল। নানা বয়সের মানুষের বিনম্র শ্রদ্ধায় আজ পালন হচ্ছে এই দিনটি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজবাড়ীর সব শহীদ মিনারগুলোতেই বাবা-মায়ের হাত ধরে এসেছে শিশুরাও। জেলার পাঁচটি উপজেলার সকল শহীদ মিনারগুলোই এখন শিশু-কিশোরদের দখলে। শিশু-কিশোরদের ভীড়ে বড়রা শহীদ মিনারের পাশে অবস্থান করছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ফুল থেকে হাতে শিশুরা অপেক্ষা করছে শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার জন্য।

বিজ্ঞাপন

সরেজমিন বালিয়াকান্দি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায় শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত শহীদ মিনারটি। ভোর থেকেই কানায় কানায় ভরে গেছে শহীদ মিনার চত্বরটি। প্রায় সহস্রাধিক শিশু-কিশোররা ফুল হাতে অপেক্ষা করছে শহীদদের শ্রদ্ধা জানাতে। শিশু-কিশোরদের দেওয়া ফুলের মালায় ভরে গেছে শহীদ মিনারের বেদী। শিশুদের ভিড়ে বড়রা দাঁড়িয়ে আছে পাশে। শিশুরা যাতে সুন্দর ভাবে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারে সেজন্য বড়রাও তাদেরকে সহযোগিতা করছে।

শহীদ মিনারে ফুল দিতে আসা মনিমুকুর কিন্ডার গার্টেনের শিশু শিক্ষার্থী রাফিনের বাবা আরেফিন জামান বার্তা ২৪.কমকে জানান, গতকাল বুধবার থেকেই ছেলে আমার বায়না ধরেছে সে এবার শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাবে। আজ ভোরেই সে ঘুম থেকে উঠে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে নিয়ে এখানে এসেছে।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কুতুব উদ্দিন মোল্লা বার্তা ২৪. কমকে জানান, আমার বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী স্বত:স্ফুর্ত ভাবে ফুল হাতে নিয়ে তারা ভাষার জন্য জীবন দেওয়া সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে সকাল ৬টায় তারা বিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়েছে। শিশু-কিশোরদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ নি:সন্দেহে জাতির জন্য মঙ্গলময়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা বার্তা২৪.কমকে জানান, আজকের দিনটি আমাদের বাঙালিদের জন্য একদিকে শোকাবহ অন্যদিকে আনন্দেরও। আজ সারা বিশ্বে আন্তর্জাতিক ভাবে মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। যা আমাদের জন্য খুবই সম্মানের ও গৌরবের। সেই সাথে আমাদের ভবিষৎ প্রজন্মের মাঝে যে ভাবে দেশপ্রেম জাগ্রত হচ্ছে তাতে আমরা খুব দ্রুতই বাংলাদেশকে তাদের হাত ধরে অনেক দূর নিয়ে যেতে পারবো। শহীদ মিনারে  শিশু- কিশোরদের উপচে পড়া ভিড়ই তার প্রমাণ।