দোকানে আগুন, ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিস হাজির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাজুরপাড়া এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: বার্তা২৪.কম

তাজুরপাড়া এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: বার্তা২৪.কম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী রাহেনূর ইসলাম স্বাধীন জরুরি সেবা হটলাইন ৯৯৯-এ কল দিলে খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় তাজুরপাড়া গ্রামের গাজু মিয়ার মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত গাজু মিয়া বার্তা২৪.কমকে জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। স্থানীয়দের চিৎকারে ঘুম থেকে জেগে তার দোকানে গিয়ে দেখেন আগুন লেগেছে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে দোকানের টিভি, ফ্রিজসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন