চকবাজারের আগুনে নিহত নোয়াখালীর ৬ জনের দাফন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডে নোয়াখালীর বিভিন্ন উপজেলার নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার (২১ ও ২২ ফেব্রুয়ারি) সকালে নিজ নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সোনাইমুড়ির পূর্ব নাটেশ্বর গ্রামের হেলাল উদ্দিন, ৯ টায় ঘোষকামতা গ্রামের মাসুদ রানা ও মাহাবুবুর রহমান রাজুকে দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় বেগমগঞ্জের মুজাহেদপুরে কামাল হোসেন, কোম্পানীগঞ্জের জসিম উদ্দিন ও ৩টায় সোনাইমুড়ির পশ্চিম নাটেরশ্বর গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেনকে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত জেলার ১০ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সোনাইমুড়ির নাটেশ্বর ইউপির ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সাহেব আলীর দুই ছেলে মাসুদ রানা, মাহাবুবুর রহমান রাজু, পশ্চিম নাটেশ্বর গ্রামের মিনহাজী বাড়ির ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেন, নাটেশ্বর গ্রামের সৈয়দ আহমদের ছেলে হেলাল উদ্দিন, মির্জা নগর গ্রামের আবদুর রহিম বিএসসির ছেলে আনোয়ার হোসেন মঞ্জু , মমিন উল্যার ছেলে সাহাদাত হোসেন হিরা, গাউছ আলমের ছেলে নাছির উদ্দিন, পার্শ্ববর্তী বারোগা ইউপির দৈলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার, বেগমগঞ্জের মুজাহিদপুর গ্রামের কামাল হোসেন ও কোম্পানীগঞ্জের চর এলাহী গ্রামের জসিম উদ্দিন।

এদিকে, জেলার সোনাইমুড়ি, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।