ক্রেতা সেজে অভিযান, উদ্ধার হলো তক্ষক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিরল প্রজাতির তক্ষকসহ আটক ১। ছবি: বার্তা২৪.কম

বিরল প্রজাতির তক্ষকসহ আটক ১। ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিরল প্রজাতির একটি তক্ষকসহ নান্টু শরীফ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত নান্টু শরীফ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নুরুদ্দিন শরীফের ছেলে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার পাথালিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে একটি বিরল প্রজাতির তক্ষকসহ নান্টু শরীফকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে। তক্ষকটিকে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।