কসবায় ‘মিথ্যা’ মামলা ও পুকুর দখলের প্রতিবাদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩৬ পরিবারকে ‘জিম্মি’, ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি ও পুকুর দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কসবা উপজেলা স্বাধীনতা চত্বরে কাইয়ুমপুরের লক্ষীপুর গ্রামবাসী এসব কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল মতিন, মো. নুরুল আমীন, মো. জসীম, আনোয়ার হোসেন, মহসিন মিয়া, মো. জাকির হোসেন, আরিফ হোসেন ও মনির হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, ওই গ্রামের খোরশেদ আলম ও সোলেমান হোসেন সহ আরও অনেকেই ঢাকা ডিএমপির এসপি নাজমুল হোসেনের প্রভাব খাটিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রামের ৩৬ অংশদারী পরিবারের সদস্যদের হয়রানি করে আসছে।

বিজ্ঞাপন

এই ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও পুকুর দখলর বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার করতে আইনমন্ত্রীর কাছে দাবি জানান তারা।