আদালতের রায় অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিপক্ষ জসিম উদ্দিন আটিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে প্রবাসী পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জমির বিরোধ নিয়ে দুটি মামলায় আদালতের রায় প্রবাসী পরিবারের পক্ষে আছে বলে জানা গেছে।

কিন্তু ওই রায় অমান্য করে প্রতিপক্ষ জসিম উদ্দিন ও কয়েকজন জোরপূর্বক জমিতে দোকান নির্মাণ করেছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী পরিবারের সদস্য আবদুল বারেক স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ভুক্তভোগী নুরনবী মীর ও জহির মীর ইটালি প্রবাসী। তাদের বড় ভাই আবদুল বারেক বাড়িতে থাকেন। দীর্ঘদিন থেকে জমি নিয়ে প্রবাসী পরিবারের সঙ্গে জসিম উদ্দিন আটিয়া ও মোহাম্মদ আলী আটিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। ওই দুই প্রবাসীর অনুপস্থিতে জসিম উদ্দিনের লোকজন রাতে সোনাপুর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন ৯ শতাংশ জমির ওপর দোকান নির্মাণ করে।

এ বিষয়ে প্রবাসীদের বড় ভাই আবদুল বারেক বার্তা২৪.কম’কে বলেন, '২০১০ সালে রামগঞ্জের ৬৬ নং নন্দনপুর মৌজার সিএস জরিপে ৬০ নং খতিয়ানে মনির আটিয়ার কাছ থেকে ৯ শতাংশ জমি কেনা হয়। যার দলিল নম্বর ৬৩৭৭ ও ৬৪৯৩।’

বিজ্ঞাপন

‘কিন্তু সম্প্রতি ওই জমিতে নাছির উদ্দিন আটিয়া রাতের আঁধারে একটি দোকন নির্মাণ করেছে। কিন্তু ওই জমি নিয়ে আদালতের দুটি রায় আমাদের পক্ষে রয়েছে। এরপরও তারা জোরপূর্বক জমিটি দখল করেছে।’

তিনি আরো বলেন, ‘আমার ছোট ভাই প্রবাসী আকবর পাশের একটি জমিতে নিরাপত্তা প্রাচীর করতে গেলে তারা কাজটি বন্ধ করে দেয়। কিন্তু ওই জমি নিয়ে কোনো মামলা-মোকাদ্দমাও নেই। আদালতের রায়ে আমাদের জমিটি তাদের দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু তারা জমিটি জোরপূর্বক দখল করে আছে। জমিটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আলী আটিয়া বার্তা২৪.কম’কে বলেন, ‘জমিটি আমাদের। আমারা নিজেদের জমিতে দোকান নির্মাণ করেছি। এ জমি নিয়ে আদালতে মামলা চলে। এখনো মামলার রায় হয়নি।’