শ্বাসরুদ্ধকর ম্যাচে বসুন্ধরা কিংসের জয়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বসুন্ধারা কিংস ও আরামবাগ ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচ,  ছবি: বার্তা২৪

বসুন্ধারা কিংস ও আরামবাগ ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচ, ছবি: বার্তা২৪

ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস।

রোববার (২৪ ফেব্রুয়ারি) নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ৩-২ গোলে জয় লাভ করে বসুন্ধরা কিংস। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে গোল করে আরিফুল ইসলাম। গোলের ১ মিনিটের ব্যবধানে জাহিদুল ইসলামের গোলে সমতা লাভ করে বসুন্ধরা কিংস।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/24/1551017473454.jpg

৩৪ ও ৪২ মিনিটে আরামবাগ ক্রীড়া সংঘের জালে আরও দুটি গোল দেয় বসুন্ধরা কিংসের মতিন ও মারকোস। ৩-১ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে আরামবাগ ক্রীড়া সংঘের কিংসলে'র একটি গোলে ম্যাচে টান টান উত্তেজনা বিরাজ করে। বাকি সময়ে গোলের ব্যবধান বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস৷

বিজ্ঞাপন

খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হলে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন, নীলফামারী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।