কচুয়ায় অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই
চাঁদপুরের কচুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে মনোহরপুর খানকা শরীফ বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উপজেলা মনোহরপুর খানকা শরীফ বাড়ির মালিক নাছিমা গৃহে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ও এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে ওই বাড়ির মোক্তার হোসেম, জাকির হোসেন, দেলোয়ার হোসেনের ছোট বড় সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন। ক্ষতিগ্রস্তরা তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া, পুলিশ পরিদর্শক(তদন্ত)মো.শাহ জান কামাল, সেকেন্ড অফিসার আল আমিন, উপপরিদর্শক (এসআই) দুলন মিয়া, ইউপি সদস্য জাকির হোসেন।