দমকা হাওয়ায় লণ্ডভণ্ড শিক্ষার্থীদের স্কুল
মাত্র ৩০ সেকেন্ডে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই দমকা হাওয়ায় শিক্ষার্থীদের স্কুলকে করে দিয়েছে লণ্ডভণ্ড। আর এতে করে দুশ্চিন্তায় পড়েছে শিশু শিক্ষার্থীদের অভিভাবকেরা।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকেই চুয়াডাঙ্গায় শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। হঠাৎ করেই বিকেলে দমকা হাওয়ায় শহরের বেশ কয়েকটি দোকান, টিনের বাড়ি, প্রাথমিক স্কুলসহ অনেক প্রতিষ্ঠান দুমড়ে মুচড়ে যায়। দমকা হাওয়ায় উড়ে যায় শহরের মাষ্টার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা। এছাড়া পাশের আরেকটি পাঠকক্ষের উপরের টিনের চালা দুমড়ে মুচড়ে যায়।
শিশু শিক্ষার্থী মারিয়া কান্নাভরা কণ্ঠে বলেন, আমাদের স্কুলটি ভেঙে যাওয়ায় আমরা আগামীকাল থেকে আর ক্লাস করতে পারব না। আমরা আমাদের স্কুলটাকে আবার ফেরত চাই।
এদিকে স্কুলটি ভেঙে যাওয়ার পর স্কুলের ছোট ছোট শিশু শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে নিজেদের স্কুল দেখতে আসে।