বিএনপি নেতা রুবেলকে বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বহিষ্কৃত নেতা মাফতুন আহম্মেদ রুবেল বার্তা২৪.কমকে জানান, তিনি বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে দলের হাই কমান্ডের কাছে আবেদন করেছেন।
তিনি বলেন, ‘বগুড়ার কিছু নেতা আমার ওপর ক্ষুব্ধ হওয়ায় অন্যদেরকে বাদ দিয়ে তড়িঘড়ি করে আমাকে বহিষ্কার করা হলো।’
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ায় বিএনপির সাতজন নেতা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাদের নামের তালিকা জেলা বিএনপি থেকে ঢাকায় পাঠানো হয়েছে।