মধ্যরাতে গুলিবিনিময়, দুই সন্ত্রাসী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মধ্যরাতে গুলিবিনিময়, দুই সন্ত্রাসী গ্রেফতার। ছবি: প্রতীকী

মধ্যরাতে গুলিবিনিময়, দুই সন্ত্রাসী গ্রেফতার। ছবি: প্রতীকী

পাবনা সদরের রাজাপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) মধ্যরাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। রোববার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ডিবি ওসি দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশের ৪ কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন- আনিছুর রহমান, ফজলে রাব্বি, রোকনুজ্জামান ও জমির উদ্দিন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদরের মণ্ডলপাড়ার তুহিন (২৫) ও কাইল্যা সুমন (২৬)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে পাবনা সদরের রাজাপুর ক্যালিকো কটন মিলস এলাকার দক্ষিণ পাশে দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময় হচ্ছে। পরে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে ৯ রাউন্ড গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসী তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় ও কাইল্যা সুমনকে চাপাতি, চাকুসহ ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ তুহিনকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডিবি ওসি দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত দুই সন্ত্রাসীর দেয়া তথ্যমতে এ ঘটনার সঙ্গে পাবনা শহরের মণ্ডলপাড়ার শাহীন (৩০), পাপ্পু (২৩), স্বাধীন (২৪), জনি (২৬), বিদ্যুৎ (৩৪) সহ ৫-৭ জন সন্ত্রাসী জড়িত ছিল। পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণসহ অবৈধ রিভলবার, চাকু, চাপাতি রাখার অভিযোগে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।