মধ্যরাতে গুলিবিনিময়, দুই সন্ত্রাসী গ্রেফতার
পাবনা সদরের রাজাপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ মার্চ) মধ্যরাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। রোববার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ডিবি ওসি দেলোয়ার হোসেন।
এ ঘটনায় পুলিশের ৪ কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন- আনিছুর রহমান, ফজলে রাব্বি, রোকনুজ্জামান ও জমির উদ্দিন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদরের মণ্ডলপাড়ার তুহিন (২৫) ও কাইল্যা সুমন (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে পাবনা সদরের রাজাপুর ক্যালিকো কটন মিলস এলাকার দক্ষিণ পাশে দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময় হচ্ছে। পরে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে ৯ রাউন্ড গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসী তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় ও কাইল্যা সুমনকে চাপাতি, চাকুসহ ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ তুহিনকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডিবি ওসি দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত দুই সন্ত্রাসীর দেয়া তথ্যমতে এ ঘটনার সঙ্গে পাবনা শহরের মণ্ডলপাড়ার শাহীন (৩০), পাপ্পু (২৩), স্বাধীন (২৪), জনি (২৬), বিদ্যুৎ (৩৪) সহ ৫-৭ জন সন্ত্রাসী জড়িত ছিল। পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণসহ অবৈধ রিভলবার, চাকু, চাপাতি রাখার অভিযোগে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।