চাঁদপুরে কোটি টাকার কারেন্ট জাল জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ছয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অবৈধ জাল রাখার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল ইসলামের নেতৃত্বে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট সামিউল ইসলাম ও জেলা কোস্টগার্ডের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির ‘জীবন ষ্টোর’ থেকে ২৫ হাজার টাকা ও ‘প্রদীপ ষ্টোর’ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই দুই প্রতিষ্ঠান থেকে প্রায় ছয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। একই সময় একটি দোকান থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের পলিথিনও জব্দ করে।

জেলা কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা আবদুল মাল বলেন, জব্দ করা কারেন্ট জালগুলো পুড়ে ফেলা হবে। গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে এখানে কারেন্ট জাল বিক্রি করা হয়।

বিজ্ঞাপন