সাভারে ২ মাদক ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারের প্রতীকী ছবি

গ্রেফতারের প্রতীকী ছবি

সাভারে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৬ শতাধিক ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, ‘সোমবার গভীর রাতে সাভারের হেমায়েতপুর আলমনগর হাউজিং এলাকা থেকে মোট ৬৪০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীর ডেবখন্ডা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে অহেদুল ইসলাম (২৮) ও একই এলাকার মাফিজ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম (২৬)।

বিজ্ঞাপন

তারা দু’জনই হেমায়েতপুর হাউজিং এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।