পাবনায় তুলার গুদামে অগ্নিকাণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পাবনার পৌর এলাকার আরিফপুরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) বেলা ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, পাবনা পৌর এলাকার আরিফপুর গোরস্থান এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ওই গুদামের সবখানে ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে পাবনার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা বেশির ভাগ তুলা পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো জানা যায়নি।