বিনামূল্যে গরু পেল ৮ ভিক্ষুক পরিবার
সরকারের 'ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান' কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর পৌরসভার ৮ ভিক্ষুক পরিবারকে বিনামূল্যে আটটি গরু দেওয়া হয়েছে। গরুগুলোর বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
রোববার (১০ মার্চ) বিকেলে গরু বিতরণের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে ভিক্ষুকদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সরকারি শিশু পরিবার ভবন প্রাঙ্গণে গরুগুলো বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আবদুল আজিজ মাহবুব ও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. বশির আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। এর কারণে দেশ ও জাতির উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাড়ানোর লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি করে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার।
বক্তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে গরু লালন-পালন করে জীবিকানির্বাহ করার জন্য সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান।