পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় সাড়ে ৮ লাখ ইয়াবা

  • স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত ইয়াবাসহ বিজিবির সদস্যরা, ছবি: বার্তা২৪

উদ্ধারকৃত ইয়াবাসহ বিজিবির সদস্যরা, ছবি: বার্তা২৪

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় মাদক পাচারকারীরা একটি নৌকা ফেলে যায়। ওই নৌকা তল্লাশি করে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় নৌকাটিও জব্দ করা হয়।

রোববার (১০ মার্চ) মধ্যরাতে বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে উপজেলার দমদমিয়ার ওমরখালী নাফ নদীর মোহনায় অবস্থান নেই বিজিবি সদস্যরা। বিজিবির অবস্থান টের পেয়ে নৌকা রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পরে নৌকা তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, ইয়াবাগুলো বিজিবি দফতরে রাখা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে।

বিজ্ঞাপন