বেনাপোলে হুন্ডির ১০ লাখ টাকাসহ আটক ৪
যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী নামক স্থান থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যা।
সোমবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত ইনছার আলীর ছেলে সাহেব আলী (২৭), মাদারীপুর আদমপুর গ্রামের শামছুউদ্দিন ফকিরের ছেলে পলাশ (৩৫), শার্শার আমড়াখালী গ্রামের হযরত আলীর ছেলে মহিবুর রহমান (৩৫) ও বরিশালের কলস গ্রামের মন্টু লাল দাসের ছেলে শিপন দাস (৩৭)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্টে এমএম পরিবহন থেকে দুইজন এবং একটি মোটরসাইকেল থামিয়ে দুইজনকে ধরা হয়। পরে চারজনেরর শরীর তল্লাশি করে বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।