পাবনার জালালপুর বাজারে কে এই বৃদ্ধা?

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পাবনা সদরের জালালপুর বাজারে রাস্তার পাশে এভাবেই থাকেন অজ্ঞাত এই বৃদ্ধা। বয়স আনুমানিক আশির উপরে। দীর্ঘ তিন বছর হলো তিনি এখানে থাকেন। কিন্তু কেউ পরিচয় জানে না তার।

পরিচয় পাওয়ার মত তার কাছে কোনো কাগজপত্রও নেই। ঝড়-বৃষ্টিতে তার শুধু একটি কম্বলই সম্বল। অপরিচিত এই বৃদ্ধার প্রতি সহযোগিতার হাতও বাড়িয়ে দেয় না কেউ।

বিজ্ঞাপন

স্থানীয় বাজারের নৈশ প্রহরী মুন্তার আলী জানান, এই বৃদ্ধা প্রায় তিন বছর ধরে জালালপুর বাজারে হাজী মার্কেটের রাতুল ফার্মেসী ও ইকবাল হোসেনের চায়ের দোকানের সামনে রাস্তার পাশে অবস্থান করছেন। তার সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেছি। বুঝতে পেরেছি, তিনি মানসিক প্রতিবন্ধী। এখান থেকে কোথাও যান না তিনি।

দীর্ঘদিন এই স্থানে পড়ে থাকতে দেখে মাঝে মধ্যে খাবার, কাপড় দিয়ে সহায়তা করেন স্থানীয়রা। কিছু দিন ধরে তিনি খুব অসুস্থ। তার খোঁজ-খবর নিতে সরকারি-বেসরকারি কোনো সংস্থা, প্রতিনিধি বা সংগঠন এখনও এগিয়ে আসেনি।

বিজ্ঞাপন

এই বৃদ্ধাকে উদ্ধার করে সুচিকিৎসা প্রদান ও তার পরিচয় জেনে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি স্থানীয়দের।