আচরণ বিধি লঙ্ঘন, দুই প্রার্থীকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আচরণ বিধি লঙ্ঘন, দুই প্রার্থীকে জরিমানা। ছবি: প্রতীকী

আচরণ বিধি লঙ্ঘন, দুই প্রার্থীকে জরিমানা। ছবি: প্রতীকী

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এই জরিমানা করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী সুব্রত ঠাকুর হিলটুকে (টেলিফোন মার্কা) চার হাজার টাকা এবং নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিনাত রেহানা খানকে (প্রজাপতি মার্কা) দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, নিয়ম বহির্ভূত ভাবে মাইক দিয়ে প্রচার-প্রচারণা চালানোর কারণে আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে। পরবর্তীতে কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন