উপজেলা নির্বাচন
পাবনায় র্যাবের টহল ও চেকপোস্ট জোরদার
পাবনায় পঞ্চম উপজেলা নির্বাচনকে সামনে রেখে র্যাব এর টহল জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ খলিলুর রহমানের (সহকারী পুলিশ সুপার) নেতৃত্বে শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা এই টহল পরিচালনা করে র্যাব।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে পাবনা জেলার বিভিন্ন এলাকায় র্যাবের টহল ও চেকপোস্ট ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গি দমন, ছিনতাই, চাঁদাবাজি, চুরি ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র্যাব-১২ এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে।
উপজেলা নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান কোম্পানি কমান্ডার খলিলুর রহমান।