সারাদেশে পালিত হচ্ছে জাতির জনকের জন্মদিন

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। রোববার (১৭ মার্চ) সকালে প্রত্যেক বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও ইউনিয়নে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন সর্বস্তরের মানুষ।

চট্টগ্রাম

বিজ্ঞাপন

বন্দরনগরী চট্টগ্রামের নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন।

দিকসটি উপলক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও করপোরেশনের পার্কিলটে শিশু-কিশোরদের সমাবেশ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/17/1552809154169.jpg

দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র। সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের সভাপতিতেত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, কাউন্ডার ট্যারেরিজম ইউনিটের প্রধান শহিদুল্লাহ প্রমুখ।

সিলেট

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা বারের এডিশনাল পিপি মো. শামসুল ইসলাম।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/17/1552809174419.jpg

বরিশাল

‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এই প্রতিপাদ্যে বরিশালে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।সকালে নগরীর বান্দ রোডে জাতির জনকের প্রতিকৃতিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধাঞ্জলি দেন। পরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শিশুদের সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানেরর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজি) মো. মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ সরকারি স ম ইমানুল হাকিম প্রমুখ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/17/1552809200952.jpg

এর আগে অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

খুলনা

স্থানীয় নিউ মার্কেট থেকে শোভাযাত্রা বের হয়ে খুলনা বেতার কেন্দ্রে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে গিয়ে এটি শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার মানুষ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/17/1552809217834.jpg

এছাড়া, দিবসটি উপযাপনে নগরীর প্রতিটি এলাকাতেই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, বক্তৃতা, কবিতা পাঠ, রচনা, হাতের লেখা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মাহফিলসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রংপুর

রংপুর মহানগরীর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, র‌্যাব-১৩ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মজিদ আলী, জেলা প্রশাসক এনামুল হাবীব, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার মিজানুর রহমান, আনসার ভিপিডি, পিবিআইসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে সর্বস্তরের মানুষ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/17/1552809234510.jpg

এছাড়া, রাজশাহী, মংময়নসিংহ, পটুয়াখালী, সিরাজগঞ্জ, বগুড়া, ঝিনাইদহ, খাগড়াছড়ি, মৌলভীবাজারসহ দেশের সর্বস্তরে অসংখ্য আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।