শ্রীমঙ্গলে নৌকা, তালা ও পদ্ম ফুল মার্কার প্রার্থীদের জয়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

বাম থেকে প্রেমসাগর হাজরা, মিতালী দত্ত ও রনধীর কুমার দেব, ছবি: বার্তা২৪.কম

বাম থেকে প্রেমসাগর হাজরা, মিতালী দত্ত ও রনধীর কুমার দেব, ছবি: বার্তা২৪.কম

ভোটারদের অনাগ্রহের মধ্য দিয়ে শেষ হলো ২য় ধাপে ৫ম শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে নৌকা মার্কা প্রতীক নিয়ে ৩য় বারের মতো বিজয়ী হয়েছেন রনধীর কুমার দেব।

ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা প্রতীক নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন প্রেমসাগর হাজরা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্ম ফুল প্রতীক নিয়ে মিতালী দত্ত নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: নজরুল ইসলাম কর্তৃক ঘোষণাকৃত ফলাফল থেকে জানা গেছে, চেয়ারম্যান পদে জয়ী রনধীর কুমার দেব নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫১,৪৮২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজল হক আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৪,৪৩৮।

তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রেমসাগর হাজরা মোট ভোট পেয়েছেন ৩১,৮২৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২,৪৬১ ভোট।

বিজ্ঞাপন

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিতালী দত্ত পদ্ম ফুল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২৮,৭৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজেরা খাতুন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২০,৮৬৮ ভোট।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় মোট ৮০টি ভোট কেন্দ্রের ৫৫১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিলো ২,১৯,৫৫০।