আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনে ১৩ দোকান পুড়ে ছাই। ছবি: বার্তা২৪.কম

আগুনে ১৩ দোকান পুড়ে ছাই। ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুর সদরের দাসেরহাটে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) গভীর রাতে দাসেরহাটের ছায়ানীড় সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ওই মার্কেটের জলিলের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মার্কেটের দুইটি মুদি দোকান, দুইটি গুদাম, দুইটি হার্ডওয়ার দোকান, তিনটি ইলেকট্রিক দোকান, দুইটি চায়ের দোকান, একটি সেলুন ও একটি কনফেকশনারি পুড়ে গেছে।

বিজ্ঞাপন

চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মফিজুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানগুলো পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।