পাবনায় অটোরিকশা-নছিমন সংঘর্ষে নিহত ১
পাবনার আটঘরিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সাথে শ্যালোইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন দুইজন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহতের নাম- আমিরুল ইসলাম (৪০)। চাটমোহর উপজেলার নরাইখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের ভবানীরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫) ও রাবেয়া খাতুন (২২)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল আজিজ জানান, চাটমোহর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা পাবনা শহরে যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়ার ভবানীপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আমিরুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।