চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত দম্পতির মরদেহ / ছবি: বার্তা২৪

নিহত দম্পতির মরদেহ / ছবি: বার্তা২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

বুধবার (২০ মার্চ) গভীর রাতে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে রাত ১০টার দিকে ইবাদত আলী তার স্ত্রী জাহানারা খাতুনকে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি নিজে ঘরের আড়াইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি বার্তা২৪.কমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, ইবাদত হোসেন ও জাহানারা দম্পতি ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। পারিবারিক কলহের কারণে ওই দম্পতি মাঝে মধ্যেই বিরোধে জড়াতেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘স্থানীয়দের বর্ণনা মতে পারিবারিক বিরোধের কারণেই ইবাদত হোসেন তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তারপরও বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করব।’