স্কুলছাত্র নিহতের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
নরসিংদীর বেলাবতে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় রাব্বি নামের এক স্কুলছাত্র নিহত হয়। নিহতের ঘটনার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে প্রায় দেড় ঘণ্টা যাবৎ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
পরে ১২টার দিকে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমীন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ সময় ঘটনাস্থলে ছিলেন বেলাব থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান।
শিক্ষার্থীরা জানায়, বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় স্পিড ব্রেকার দেয়া, গোল চত্বর ও ফুটওভার ব্রিজ নির্মাণ এবং বাসস্ট্যান্ডে সবসময় ট্রাফিক থাকতে হবে বলে আমরা দাবি জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা অবরোধ তুলে নিয়েছি।
তবে আগামী ৩১ মার্চের মধ্যে এসব দাবি পূরণ করা না হলে ১ এপ্রিল থেকে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।