মায়ের সাথে বাড়ি ফেরা হলো না শিশু ঝর্ণার
লক্ষীপুরে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় ঝর্ণা নামে এক শিশু নিহত হয়েছে। মায়ের সাথে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল শিশুটি।
ঘটনার পর মেয়ের মরদেহ কোলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা মাহমুদা বেগম। আকস্মিক এই মৃত্যুতে মায়ের আর্তনাদে এলাকা ভারী হয়ে ওঠে।
সোমবার (২৫ মার্চ) দুপুরে সদর হাসপাতালের মূল ফটকের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, চালক অটোরিকশা রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নিহত ঝর্ণা সদর উপজেলার টুমচর গ্রামের মো. স্বপনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে হাসপাতালের সামনের রাস্তা দিয়ে পারাপার হচ্ছিলেন তার মা। ব্যস্ততম সড়কে হঠাৎ দ্রুতগামী একটি অটোরিকশা এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’