মোমবাতির আলোয় স্মরণ করা হচ্ছে শহীদদের

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় মোমবাতি প্রজ্বলন, ছবি: বার্তা২৪

বগুড়ায় মোমবাতি প্রজ্বলন, ছবি: বার্তা২৪

মোমবাতির প্রদীপ জ্বালিয়ে সারাদেশে স্মরণ করা হচ্ছে ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা নিহত শহীদদের। ইতিহাসের জঘন্যতম ওই গণহত্যার রাতকে স্মরণে বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে।

ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

সোমবার (২৫ মার্চ) সূর্যাস্তের পর ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে হাজারো মোমবাতি জ্বালানো হয়। এ সময় মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গন।

মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর সহ সর্ব স্তরের মানুষ।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/25/1553529612044.jpg

বগুড়া

বগুড়া জেলা পুলিশের আয়োজনে সন্ধ্যা ৭টা ১ মিনিটে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ‘লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো' কর্মসূচি পালন করা হয়। এর উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বিপিএম (বার)।

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ, জিলা স্কুল মাঠ, সাতমাথা, সদর উপজেলা পরিষদ, পৌরসভার ২১টি ওয়ার্ড ছাড়াও ১২টি উপজেলায় একযোগে তিন লাখ মোমবাতি প্রজ্বলন করা হয়।

গাইবান্ধা

২৫ মার্চের গণহত্যা স্মরণে সন্ধ্যায় গাইবান্ধায় আলোর মিছিল বের করা হয়। স্থানীয় ‘বধ্যভূমি সংরক্ষণ কমিটি’র আয়োজনে এই কর্মসূচির নেতৃত্ব দেন জিএম চৌধুরী মিঠু। বিগত একুশ বছর যাবৎ নিয়মিতভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/25/1553529565729.jpg

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, কুদ্দুস আলম, আরিফুল ইসলাম বাবু, সুজন প্রসাদ, আফরোজা লুনা, শিল্পকলার সেক্রেটারী প্রমোতোষ সাহা, শিরিন আকতার প্রমুখ।

এছাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশালসহ দেশের সর্বত্র নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে ২৫ মার্চের কালরাতের শহীদদের। 

চট্টগ্রাম

রাত ৮টায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের সামনে সড়কের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোমবাতি জ্বালান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। সিএমপি’র তিন হাজার পুলিশ সদস্যের অংশগ্রহণে জাতীয় গণহত্যা দিবসে নিহত শহীদের স্মরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। এ সময়, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) কুসুম দেওয়ান, পুলিশের ডিসি উত্তর মিজানুর রহমান, ডিসি সদর শ্যামল কুমার নাথ, ডিসি পশ্চিম মেহেদী হাসান, ডিসি দক্ষিণ বিজয় বশাক প্রমুখ।

রংপুর

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার এবং টাউন হল বধ্যভূমি চত্ত্বরে রাত ৮টায় মোমবাতি প্রজ্বালন করা হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যানারে সাহিত্য-সংস্কৃতি কর্মীরা অংশ নেন।

রাত ৯টায় সারাদেশের মতো রংপুরেও এক মিনিটের 'ব্লাকআউট’ পালন করা হয়। এ সময় মোমবাতির আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ফোরামের রংপুরের সভাপতি কমরেড শাহাদৎ হোসেন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ, মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন প্রমুখ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/25/1553531493723.jpg

আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুরের সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল, সহ-সভাপতি আতোয়ারুজ্জামান লাঞ্চু, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা খন্দকার আব্দুল মজিদ হীরু, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন রংপুরের সভাপতি সুশান্ত ভৌমিক, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষৎ -এর সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়

এদিকে গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও পালিত হচ্ছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। কালরাত্রি স্মরণে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/25/1553530256316.jpg

এর আগে বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেএস মহিউদ্দীন মানিক (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফ (বীর প্রতীক)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হাসিনুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, শিক্ষার্থী মো. রাকিব প্রমুখ।