কাবিলপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগের ৬নং কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।

বিজ্ঞাপন

গত সোমবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

আনোয়ার হোসেন বাহার কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে স্থানীয়ভাবে বরখাস্ত না করার জবাব চেয়ে নির্দেশ জারি করা হয়েছে।

আনোয়ার হোসেন বাহার জানান, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তিনি।