শর্ট সার্কিট, আগুনে পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি
গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) ভোরে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজীব হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বাজারের দিলীপ কুমারের শাড়ি-কাপড়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের ৪টি শাড়ি-কাপড়ের দোকান, ২টি ওষুধের দোকান ও ৩টি মোবাইল ফোনের দোকান পুড়ে যায়।
পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।