উন্নত চিকিৎসার জন্য খুরশিদ আলমকে ঢাকায় স্থানান্তর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

সড়ক দুর্ঘটনায় আহত প্রখ্যাত সংগীত শিল্পী খুরশিদ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে আনা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান, খুরশিদ আলমের অবস্থা আশঙ্কামুক্ত হলেও ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। সড়ক দুর্ঘটনায় খুরশিদ আলমের পাঁচটি দাঁত ভেঙে গেছে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ মার্চ) রাতে খুরশিদ আলমকে বহন করা প্রাইভেট কারকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে খুরশিদ আলমসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: কণ্ঠশিল্পী খুরশিদ আলম সড়ক দুর্ঘটনায় আহত

বিজ্ঞাপন