ছাত্রলীগের ফুল-কলম পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছাত্রলীগের ফুল-কলম পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। ছবি: বার্তা২৪.কম

ছাত্রলীগের ফুল-কলম পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। ছবি: বার্তা২৪.কম

ফুল ও কলম দিয়ে লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের ব্যতিক্রমধর্মী আয়োজনে পরীক্ষার্থীদেরকেও উচ্ছ্বসিত দেখাচ্ছিল।

সোমবার (১ এপ্রিল) সকালে বিভিন্ন কেন্দ্রের মূল ফটক দিয়ে প্রবেশের পথে চন্দ্রগঞ্জ থানা ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মাঝে ফুল-কলম বিতরণ করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৯৬২ জন পরীক্ষার্থীকে ফুল-কলম দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিংকু ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ছাত্রলীগ নেতারা বলেন, ‘শিক্ষা-শান্তি-প্রগতি হচ্ছে ছাত্রলীগের মূলনীতি। এখানে ছাত্রত্বহীন কারো ঠাঁই নেই। শিক্ষার্থীরাই এই সংগঠনের কর্ণধার। ভবিষ্যতে সংগঠনটিকে পরিচালিত করতে নবীন শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হচ্ছে। তাদেরকে ছাত্রলীগের পতাকা তলে আনতেই আমাদের এমন উদ্যোগ।’