আবারও ভোটের জেরে সুবর্ণচরে গণধর্ষণ
জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা পরিষদ নির্বাচনের জেরে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে নির্যাতিতা ওই নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওই নারীর অভিযোগ, রোববার (৩১ মার্চ) উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোট চলছিল। তিনি ও তার স্বামী উপজেলা পরিষদে চশমা প্রতীকের প্রার্থী তাজ উদ্দিন বাবরের জন্য কাজ করেন। ভোট শেষে সন্ধ্যায় তিনি ও তার স্বামী মোটরসাইকেল যোগে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে ১০/১২জন তাদের গতিরোধ করে মারধর করে। এ সময় বেচু মাঝি, বজলু ও আবুল বাসার তার স্বামীকে আটকে রেখে তাকে পার্শ্ববর্তী রুহুল আমিনের মৎস্য খামারে নিয়ে নির্যাতন করে। তার স্বামীর চিৎকারে এলাকাবাসী চলে আসে। তারা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
খবর পেয়ে সোমবার (১ এপ্রিল) সকালে চরজব্বার থানার ওসি শাহেদ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালে ওই নারীকে দেখতে যান অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিষা।
অতিরিক্ত পুলিশ সুপার বার্তা২৪.কমকে বলেন, নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।