হবিগঞ্জে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪৫ পরীক্ষার্থী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪৫ পরীক্ষার্থী। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪৫ পরীক্ষার্থী। ছবি: সংগৃহীত

সারা দেশের মতো হবিগঞ্জ জেলায়ও শান্তিপূর্ণভাবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রথম দিনে বাংলা পরীক্ষায় জেলার ১৮টি কেন্দ্রে ১২ হাজার ৭৫৭ জনের মধ্যে ১৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, সাধারণ বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১১ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ১১ হাজার ৬৩৩ জন। আর অনুপস্থিত ছিলেন ১৩৩ পরীক্ষার্থী।

মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৭১৫ জনের মধ্যে অংশগ্রহণ করেন ৭০৬ জন, অনুপস্থিত ছিলেন ৯ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (বিএম-এ) পরীক্ষায় ২৭৬ জনের মধ্যে ২৭৩ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৩ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন